বিনোদন

জন্মদিনে হৃত্বিককে শুভেচ্ছা জানিয়ে কী বললেন প্রাক্তন স্ত্রী সুজানে খান

হৃত্বিক রোশনের ৪৬ তম জন্মদিনে সেরা উপহারটি দিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজানে খান। প্রতিবারের মতন এবারও সবার প্রথম শুভেচ্ছা তিনিই জানিয়েছেন।

Bengal Live ওয়েব ডেস্কঃ আজ ৪৬-এ পা দিলেন বলিউডের ফ‍্যাশন গুরু হৃত্বিক রোশন। প্রতিবারের মতো এবার‌ও প্রথম শুভেচ্ছা এসেছে তার প্রাক্তন স্ত্রী সুজানের কাছ থেকে, তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন “Happiest happiest birthday Rye…You are the most incredible man I know…”

সম্প্রতি সপরিবারে ফ্রান্স থেকে ছুটি কাটিয়ে এলেন ডান্সমাস্টার। তিনি পৃথিবীর সবচেয়ে হ‍্যান্ডস‍্যাম পুরুষের তালিকাতেও উঠে এসেছিলেন আমেরিকার এক সংস্থার বিচারে । সম্প্রতি ‘Super30’ মুভিটি বক্স অফিস হিট করেছে । তার পরবর্তী ছবি ‘Krish 4’ দেখার অপেক্ষায় ভক্তরা।

https://www.instagram.com/p/B7H1Y1OJ_cf/?igshid=s7w0tus1c7y4

Related News

Back to top button