বিনোদন

হেলমেট পড়ে মোটর বাইকে শহর ভ্রমণ সারমেয়র,ভাইরাল ভিডিও সোশ্যাল মিডয়ায়

সচেতনতার সেরা ছবি চেন্নাইয়ের ভিরুগম্বাকম অঞ্চলের রাস্তায়। সারমেয়কে হেলমেট পড়িয়ে শহর ভ্রমণে ব্যক্তি।

Bengal Live ওয়েব ডেস্কঃ পোষ্যকে হেলমেট পড়িয়ে মোটর বাইকে শহর ভ্রমণে বেরিয়েছেন এক ব্যক্তি। বিগত দুইদিন থেকে এই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেই বলছেন, সেফ ড্রাইভ, সেভ লাইফের বছরের সেরা ছবি এটিই। সারমেয়র ভারসাম্য দেখে পাশাপাশি বিস্মিতও হয়েছেন অনেকে।

যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, তামিলনাডুর ভিরুগম্বাকম অঞ্চলের রাস্তায় মোটর বাইকে করে একটি সারমেয় ও তার মালিক দুজ‌ন‌ই হেলমেট পড়ে ঘুরে বেড়াচ্ছেন অবলীলায়। সারমেয়টি তার মালিকের পেছনের সিটে বসে আছে অবিকল মানুষের মতো করে।

যা দেখে বিস্মিত আশেপাশের লোকজন থেকে শুরু করে সোশাল মিডিয়াও। হাজার হাজার ভিউ হয়েছে ভিডিওটি। কেউ কেউ ভালোবাসা জানিয়েছে, কেউ আবার পড়ে যাবার সম্ভাবনার জন‍্য সতর্কবার্তা দিয়েছেন। তবে যেখানে মোটর বাইক চালানোর সময় মানুষকেই হেলমেট পড়ে থাকতে দেখা যায়না সেখানে সারমেয়র মাথায় হেলমেট পড়ার ছবি শুধুই যে মজার তা কিন্তু নয়। সচেতনতার সেরা ছবি বলেই মনে করছে নেট দুনিয়া।

দেখুন ভিডিওঃ

https://twitter.com/madhavpramod1/status/1214415853065666560?s=19

Related News

Back to top button