Advertisement
বিনোদন

অক্ষয়কুমার ও রোহিতের হাত ধরে সমুদ্র সৈকতে ক‍্যাটরিনা

বছরের পারফেক্ট শুরুটা হোক ঠিক এমন ভাবেই…বন্ধুত্ব, হাসি,মজা,শ‍্যুটিং। সমুদ্র সৈকতে অক্ষয়কুমার ও রোহিত শেট্টির সাথে ছবি পোস্ট করে এমনই লিখলেন ক‍্যাটরিনা

Bengal Live ওয়েব ডেস্কঃ অনেক বছর বাদে অক্ষয় কুমার ও ক‍্যাটরিনাকে এক‌ই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আবার। রোহিত শেট্টির ‘সূর্যবংশী’ ছবিতে একে অপরের সাথে জায়গা করে নেবেন বড় স্ক্রিনে।

এই ছবিটির শ‍্যুটিং করতে পৌঁছে গেছেন বছরের শুরুতেই কোনো এক সমুদ্র সৈকতে। সেখানে গিয়ে অভিনেত্রী এই দুজনার সাথে ফ্রেমবন্দী হয়েছেন। সেই ছবি তিনি সোশাল মিডিয়ায় পোষ্ট করে জানিয়েছেন, ” বছরের পারফেক্ট শুরুটা হোক ঠিক এমন ভাবেই…বন্ধুত্ব, হাসি,মজা,শ‍্যুটিং…সবচেয়ে ভালো ক্রিউ টিম… এভাবেই ছবি তৈরী করা উচিৎ,পুরো শ‍্যুটিং-এর সেটে শুধু ভালোবাসা আর আনন্দ”

ছবিটি মুক্তি পাবে আগামী ২৭শে মার্চ। অভিনেত্রী সিনেমা হলে আসার জন‍্য আহ্বান জানিয়েছেন তার ভক্তদের।

Tags
Back to top button
Close