শরীরে নেই জামা হাতে রিভলবার, এ কেমন ছবি পোষ্ট করলেন বরুন?

২০২১ এর শুরুতেই মুক্তি পাচ্ছে বরুন ধাওয়ানের নতুন সিনেমা মিস্টার লেলে। এদিন সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা নিজেই।
Bengal Live ওয়েব ডেস্কঃ আগামী বছর অর্থাৎ ২০২১-এর ১লা জানুয়ারি বরুন ধাওয়ানের নতুন সিনেমা ‘মিস্টার লেলে’ মুক্তি পাবে। সেই ছবিরই প্রথম পোষ্টার প্রকাশ পেল আজ। পোষ্টারে বরুনকে দেখা যাচ্ছে প্রায় বিবস্ত্র হয়ে হাতে রিভলবার,কোমরে টাকা রাখার ব্যাগ নিয়ে কাচুমাচু হয়ে আত্মসমর্পন করছেন , যা দেখে এটা আশা করাই যাচ্ছে আদ্যপ্রান্ত একটি কমেডি ফিল্ম নিয়ে বরুণ ধাওয়ানকে আসতে দেখা যাবে রুপালী পর্দাতে আবার।
এই ছবির প্রযোজক করণ জোহর গতকাল জানিয়েছিলেন ভক্তদের জন্য আসতে চলছে সারপ্রাইজ যেখানে বরুন ধাওয়ান ও শশাঙ্ক খৈতানকে একসাথে কাজ করতে দেখা যাবে। শশাঙ্ক খৈতান এই ছবিটির পরিচালক, বরুন ধাওয়ান মূখ্য চরিত্রে। সিনেমার প্লট কমেডিতে ভরপুর থাকার দরুন খুব এন্টারটেনিং ছবি হবে বলে জানিয়েছেন করণ। এই ছবিতে জাহ্নবি কপুর ও ভূমি পেডনকরকেও দেখা যেতে পারে।
https://www.instagram.com/p/B7P55YgB2kg/?igshid=1md4ztuvzwdhg