বিনোদন

Man vs Wild অ্যাডভেঞ্চার শো’তে বেয়ার গ্রিলসের সাথে প্রধানমন্ত্রী মোদী

Man vs Wild অ্যাডভেঞ্চার শো’তে বেয়ার গ্রিলসের সাথে প্রধানমন্ত্রী মোদী

Bengal Live ওয়েব ডেস্কঃ Man vs Wild অ্যাডভেঞ্চার শো’তে বেয়ার গ্রিলসের সাথে প্রধানমন্ত্রী মোদী। ভারতের জঙ্গলে বিশ্ববিখ্যাত অ্যাডভেঞ্চারার বেয়ার গ্রিলসের সাথে দেখা যাবে প্রধানমন্ত্রীকে। ভারতের জিম কর্বেট ন্যাশনাল পার্কে ওই শো-এর শ্যুটিং করেছেন মোদি ও গ্রিলস।

সোমবার আন্তর্জাতিক বাঘ দিবসের সকালে এই শো’য়ের প্রোমো ট্যুইট করেন স্বয়ং বেয়ার গ্রিলস। ট্যুইটে বেয়ার গ্রিলস লিখেছেন, “১৮০ টি দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অজানা দিকটি দেখতে পাবেন যখন তিনি ভারতীয় উপবনে পশুপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি করবেন।” আগামী ১২ আগস্ট রাত নয়টায় এই অ্যাডভেঞ্চার শো’টি সম্প্রচার হবে বলেও ট্যুইটে জানিয়েছেন বেয়ার গ্রিলস।

Related News

Back to top button