বিনোদন

রায়গঞ্জবাসীকে দমফাটা হাসি দিয়ে গেলেন টলিউডের দুই জনপ্রিয় জাঁদরেল অভিনেতা

‘রাইনা’ আয়োজিত তিন দিন ব্যাপি নাট্য উৎসবের সমাপ্তি হল রবিবার। এদিন নাটক মঞ্চস্থ করেন বাংলা চলচিত্র জগতের দুই বিখ্যাত অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও সুপ্রিয় দত্ত।

Bengal Live রায়গঞ্জঃ ‘পড়ে পাওয়া ১৬ আনা’ নিয়ে উচ্ছ্বসিত রায়গঞ্জের নাট্যমোদী দর্শক। রাইনা আয়োজিত তিনদিন ব্যাপি নাট্যোৎসবের সমাপ্তি হল রবিবার। শেষদিনের আকর্ষণ ছিল বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি ও সুপ্রিয় দত্ত অভিনীত নাটক ‘পড়ে পাওয়া ১৬ আনা। দুই জাঁদরেল অভিনেতার অভিনয় দেখতে নাট্যগৃহে নামে দর্শকের ঢল।

নাটকের কাহিনী আদ্যোপান্ত আবর্তিত হয়েছে একটি টিকিটকে ঘিরে। বিত্তবান বাবু, তাঁর গুটিকয় ভৃত্য, টিকিট বিক্রেতা এবং পুলিশের মধ্যে সৃষ্টি হওয়া গোলমেলে পরিস্থিতি নিয়ে ওঠানামা করেছে গল্পের গতি। মঞ্চে খরাজ থাকবেন, আর মানুষ হাসবে না, তা হয় না। তাই পুরো নাটক জুড়ে ছিল বুকফাটা হাসির সংলাপ। নিছকই মজার ছলে নাটকটি পরিবেশিত হলেও গভীরে ছিল সামাজিক বার্তা। সমাজের তথাকথিত উচ্চ শ্রেণীর উপর আঘাত।

নাটক দেখতে আসা এক দর্শক ঋষভ ঘোষ বললেন “নাটকের সংলাপ আয়রনিক্যালি পরিবেশনের পাশাপাশি আবহ ছিল খুবই শ্রুতিমধুর ও আলো ছিল অত্যন্ত দৃষ্টি-নন্দন। পুরো নাটক জুড়ে শুধু হেসেছি। তবে নাটকে পানুর চরিত্রে শান্তনু ঘোষের অভিনয় আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে।

Related News

Back to top button