ক্রিকেট তারকা কপিল দেব নিখাঞ্জকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ‘৮৩। কপিলের ভূমিকায় বলিউড তারকা রণবীর সিং। কপিল লুকে রণবীরের ছবি ভাইরাল।
Bengal Live ওয়েব ডেস্কঃ কপিল দেবের ‘নটরাজ’ স্টাইলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন রণবীর সিং। কবীর খান পরিচালিত ‘৮৩’ সিনেমায় কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন বলিউড হিরো রণবীর সিং। সেই সিনেমারই একটি দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রণবীর। রণবীরকে দেখতে হুবহু কপিল দেবের মতো মনে হওয়ায় সোশ্যাল মিডিয়াতে জোড় চর্চা শুরু হয়েছে।
১৯৮৩-এর ক্রিকেট বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট তারকা ও বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব নিখাঞ্জকে নিয়ে তৈরি হতে চলেছে (bio pic) সিনেমা। সেই bio pic ছবিতেই অভিনয় করছেন রণবীর সিং। রণবীরের ছবি রিট্যুইট (retweet) করেছেন কপিল দেব নিজেও। লিখেছেন ‘hats of ranveer’।
Hats off Ranveer! https://t.co/bAH7pyBtE7
— Kapil Dev (@therealkapildev) November 11, 2019