বিনোদন

লন্ডনে ভয়ঙ্কর অভিজ্ঞতা সোনম কপুরের

লন্ডনের রাস্তায় ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন সোনম কপুর। ট্যুইট করে সকলকে সাবধানও করলেন।

Bengal Live ওয়েব ডেস্কঃ লন্ডনে উবর ক‍্যাবে উঠে বলিউড অভিনেত্রী সোনম কপুর ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন বলে সোশাল মিডিয়ায় তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন বৃহস্পতিবার। সেখানে তিনি প্রথমে একটি পোষ্ট করে বলেন ” বন্ধুরা আজ উবের লন্ডনে ভয়ঙ্কর আতঙ্কের সম্মুখীন হয়েছিলাম। দয়া করে সবাই সাবধানে থেকো। সবচেয়ে ভালো এবং নিরাপদ স্থানীয় সর্বসাধারণের যানবাহনে কিংবা ট‍্যাক্সি যাতায়াত করা। আমি ভীষণরকম কম্পিত।”

এরপরে আরেকজন তাকে কমেন্টে জিজ্ঞেস করেন ঘটনাটা বিস্তারিত বলা জন‍্য তাতে অন‍্য কেউ লন্ডনে উবরে উঠতে চাইলে সুবিধে হবে। সোনম তখন জানান উবেরচালক তার সাথে ভীষণ খারাপ ব‍্যাবহার করেন , ভারসাম‍্যহীন অবস্থায় চিৎকার চেঁচামেচিও করছিলেন মারত্মকরকম ভাবে। এরপরে নায়িকা উবের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করলে নেটওয়ার্ক কানেকশন বারবার চলে যাওয়ার কারণে তা সম্ভব হয়নি। তারপরে নায়িকা তাড়াতাড়ি তার উবের রাইড শেষ করে নেমে পড়েন গাড়ি থেকে। পড়ে যদিও উবের কর্তৃপক্ষ তার কাছে ক্ষমা চেয়ে বিস্তারিতভাবে সমস্তটা জানানোর জন‍্য অনুরোধ করেন।

২০১৮ তে বিয়ের পর থেকে সোনম কপুর লন্ডনেই থাকছেন আনন্দ আহুজার সঙ্গে। ব‍্যাবসার কর্মসূত্রে আনন্দ আহুজাকে লন্ডনে‌ই থাকতে হয়। নায়িকা মাঝে মাঝে মুম্ব‌ইয়ে যাতায়াত করেন তার কাজকর্মের জন‍্য।

Related News

Back to top button