অনেকটাই সুস্থ অভিনেত্রী সাংসদ নুসরত, দিলেন ভিডিও বার্তা
সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে নিজের সুস্থতার কথা জানালেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান জৈন
Bengal Live ওয়েব ডেস্কঃ অনেকটাই সুস্থ এখন তিনি। আর একদুই দিনের বিশ্রাম শেষে ফের কাজে যোগ দেবেন অভিনেত্রী নুসরত জাহান। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে একথা জানিয়েছেন তিনি। সাংসদ বলেন, কোনও গুজবে কান দেবেন না। এখন তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এক দুইদিন বিশ্রাম নিয়েই ফের কাজে নেমে পড়বেন।
গত রবিবার স্বামীর জন্মদিনের রাতে আচমকা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন নুসরত জাহান জৈন। আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর এখন তিনি অনেকটাই সুস্থ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিউতে নুসরত জানিয়েছেন, অ্যাজমার সমস্যা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ধুলো থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছিল বলে তাঁকে চিকিৎসক জানিয়েছেন।
তবে এখন তিনি একদম সুস্থ। এক দুইদিন বাড়িতে থেকে ফের নিজের লোকসভা কেন্দ্র বসিরহাটে যাবেন। এবং দিল্লিতে সংসদ ভবনে শীতকালীন অধিবেশনে যোগ দেবেন। অভিনেত্রী তথা সাংসদের ভিডিও বার্তা পেয়ে খুশি তাঁর ভক্তরা।
https://www.instagram.com/p/B5Daql0n2Pw/?igshid=13ag3ty94e0as