উৎসব

অশান্ত আসাম, এবার প্রতিমা যাচ্ছে না কোচবিহার থেকে, হতাশ শিল্পীরা

>Nblive ওয়েব ডেস্কঃ জেলার সীমানা পেরিয়ে আসাম পাড়ি দিচ্ছে না দুর্গা। আসামে লাগাতার সন্ত্রাসবাদী হানা পুজোর মুখে হাসি কেড়েছে  কোচবিহারের মৃৎ শিল্পীদের। লাগাম ছাড়া অশান্তিতে নিম্ন আসামের বিগ বাজেটের পুজো এবার  হচ্ছে নমো নমো  করে। কোচবিহারে ঠাকুর গড়ার বায়না দিয়েও বাতিল হয়েছে সব।

নিম্ন আসামের বিগবাজেটের পুজোর প্রতিমা প্রতিবছর গড়া হয় কোচবিহারের পাল পাড়ায়। ধুবরী, বংগাইগাও, কোকরাঝাড় সহ বিভিন্ন এলাকায় প্রতিমা পৌঁছত কোচবিহারের সীমানা পেরিয়ে। তবে এবারের ছবিটা আলাদা।

20161004_131756_wm

কোচবিহারের পালপাড়া হতাশ। গত কয়েক মাসে যেভাবে সন্ত্রাসবাদী হানাতে উত্তপ্ত হয়ে উঠেছে নিম্ন আসাম তাতে বড়ো পুজো বাতিল করে বাজেটে কাট ছাট করেছেন উদ্যোক্তারা ।  এতেই মাথায় বাজ পড়েছে কোচবিহারের মৃৎ শিল্পীদের। আসাম থেকে  বায়না পেয়েও তা বাতিল হয়েছে।
সুজিত পাল ও বিদ্যুত পাল  বলেন, প্রতিবছর  আসামের বায়না মেলে তবে এবার একটি প্রতিমাও যাচ্ছে না। সব বায়না বাতিল হয়েছে অশান্তি আর সন্ত্রাসবাদী হামলাতে।
আকাশে সাদা মেঘের ভেলা বটে তবে কোচবিহারের পালপাড়ার আকাশে কালো মেঘ। পুজোয় বাড়তি লাভ তো দুরস্থ উলটে লোকসানের মুখে শিল্পীরা ।

Related News

Back to top button