উৎসব

বালুরঘাটের বুড়াকালী সাজবে পাঁচ কিলো সোনার অলঙ্কারে

Nblive বালুরঘাটঃ রাত পোহালেই প্রায় পাঁচ কেজি সোনার অলংকারে সেজে আলোর ছটায় ভাসবেন বালুরঘাটের বুড়াকালী। শহরের আত্রেয়ী নদীর ধারে কুঠিকাছারী এলাকায় প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দিরে অধিষ্ঠিত দেবীকালী বালুরঘাটের সকলের কাছে আদরের বুড়া মা। বরাবরের মতো এবারেও অমাবস্যা তিথিতে বুড়াকালী মায়ের পুজো ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যা থেকে মানুষের ঢল নামবে মন্দির চত্বরে। সন্দেশ, খাজা, বাতাসা ভোগ চড়ানোর পাশাপাশি মানতের প্রচুর স্বর্ণালঙ্কার বুড়ামাকে উৎসর্গ করেন ভক্তরা। বরাবরের মতো এবারেও মন্দির চত্বরে নিরাপত্তায় শনিবার থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মন্দির কমিটির প্রতিনিধি গোপাল পোদ্দার বলেন, তন্ত্র মতে দেবীর পুজো হয়। গভীর রাতে হয় পাঁঠাবলি। সেই সঙ্গে প্রমাণ আকারের বোয়াল মাছ ও শোল মাছ ভোগের রীতি আজও চালু আছে। শহরের আর একটি প্রাচীন চকভবানী কালীবড়ির পুজো সমান নিয়মনিষ্ঠা মেনে পালিত হচ্ছে। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, বুড়াকালী মন্দির চত্বরে একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
শহরের ঐতিহ্যবাহী ওই দুটি প্রাচীন বুড়াকালী মন্দিরে পুজো দিয়েই শহরবাসী বিগ বাজেটের পুজোয় মন্ডপমুখী হন। এবারেও বালুরঘাটে প্রাচীন তন্ত্রমন্ত্রের পুজোর ধরণ থেকে ডেঙ্গি এবং সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতার থিমপুজো এবং আলোর জাঁকজমকে এলাকা সেজে উঠেছে। শহরের মঙ্গলপুর এলাকায় খেয়ালী সঙ্ঘ, সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের মতো মিলন সঙ্ঘ, যুবশ্রী ক্লাব, কলেজ স্ক্যয়ার, প্রিন্স ক্লাব, রামকৃষ্ণপল্লী, সুভাষ কর্ণার, খিদিরপুর শ্মশানকালী পুজো কমিটি এবারে নানা থিম পুজোর মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দিয়েছে। শহরের পুজো আয়োজকদের উদ্যোগে মন্ডপ থেকে এলাকার রাস্তা জুড়ে আলোর মালা এবং বাসিন্দাদের প্রদীপ-শিখায় সেজে উঠে গোটা শহরটাই যেন আলোর রোশনাইয়ে একসূত্রে বাঁধা পড়ে গিয়েছে।

20161028_134220_wm

Related News

Back to top button