রাশিফল

আজকের রাশিফল, বৃহস্পতিবার, ৫ নভেম্বর

Bengal Live রাশিফলঃ রাশিফলে রাখুন চোখ। আপনার দিন শুভ হোক। আজকের রাশিফল। বৃহস্পতিবার।

 

মেষ রাশিঃ- আজ আপনি যে কোনো কাজে গিয়ে সফলতা পাবেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটা ভালো। আপনি যদি নতুন কিছু করতে চান তবে আজ তা আপনার বাবা-মা কে বলতে পারেন। আজ আপনার বহু অপেক্ষার ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে। আপনার চারিপাশের মানুষেরা এটি করতে আপনাকে সাহায্য করবে।

বৃষ রাশিঃ– কাজের চাপ আপনার মুড বারং বার নষ্ট করবে। আজ আপনার আর্থিক ক্ষতি হতে পারে কিন্তু আপনি যদি সামান্য বুদ্ধি লাগান তবে সেই ক্ষতি লাভে রুপান্তরিত হতে পারে। দিনের শেষটা ভালো করবার জন্য গোটাদিন আপনাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আজ সন্ধ্যায় আপনার সঙ্গী আপনাকে অসাধারণ কিছু একটা করে চমকে দেবে।

মিথুন রাশিঃ- চিন্তা করবেন না মাথা ঠান্ডা রাখুন। বেশি চিন্তা আপনার শারীরিক অসুস্থতা ডেকে আনতে পারে। ভালোবাসার মানুষকে হতাশ করবেন না পরে আপশোষ করতে হতে পারে। আপনার সঙ্গীর খুব ছোটো ছোটো বিষয়গুলিতে নজর দিন। তার পাশে বসে তার না বলা কথা গুলো শুনতে চান এতে আপনি ও সে দুজনেরই ভালো হবার সম্ভাবনা আছে।

কর্কট রাশিঃ- আপনার প্রচেষ্টা আজ আপনাকে শীর্ষে পৌছে দেবে। কিন্তু নিজের স্থান ধরে রাখার জন্য আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে। আজ আপনার অর্থ আসবে। আজ আপনি আপনার সমস্ত কথা আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভাগ করে নেবেন।

সিংহ রাশিঃ- টাকা-পয়সা হারানোর কারণ আসবে। চোখ কান খোলা রাখুন। আজ সন্ধ্যায় আপনার বাড়িতে অতিথি আসবে। আপনার প্রিয় জন আপনার ওপর আজ তার ক্ষোভ উপরে দেবে আপনি নিজের জায়গায় সচল থাকুল তাকে কোনো খারাপ কথা শুনিয়ে দেবেন না এতে আপনার লচ। নিজেকে দেবার জন্য সময় বের করুন। আপনার সঙ্গীর দ্বারা আজ আপনি কষ্ট পেতে পারেন।

কন্যা রাশিঃ– আপনার রাগ আপনার পিতা-মাতার রাগের কারণ হয়ে দাঁড়াবে। তাই তাদের সঙ্গে একটু সাধারণ ভাবে কথা বলার চেষ্টা করুন। আপনার মাথা ঠান্ডা রাখুন। মাথা গরম আপনার যে কোনো সম্পর্কের মধ্যে ভাঙন আনতে পারে। আপনি যে কাজটি একা পারছেন না সেটি করবার জন্য বন্ধুদের সাহায্য নিন। প্রেমের দিক দিয়ে আজ আপনার দিনটি ভালো।

তুলা রাশিঃ- খেলাধুলাতে অংশ গ্রহন করুন এটি আপনার মন ভালো রাখবে। আজ আপনি অর্থের মর্ম বুঝবেন এবং এটিতে সঞ্চয় করবার আগ্রহ দেখাবেন। আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারে। সঙ্গীর সঙ্গে বিশেষ সময় কাটাতে পারেন। আপনি যদি ব্যবসায়ী হন তবে অভিঞ্জ ব্যক্তিদের থেকে পরামর্শ নিতে পারেন। নিজের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না।

বৃশ্চিক রাশিঃ– নিজের মনকে শান্ত করুন দরকারে আপনি যা ভালো পারেন সেটি করতে পারেন। আজ আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনি যা পারের নি আপনার বাচ্চা তা করে দেখাবে এতে গোটা পরিবারে খুশির মহল তৈরি হবে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন। নচেৎ এটি আপনাদের সম্পর্কের অবনতি ঘটাবে।

ধনু রাশিঃ– আপনি আজ গোটাদিনের বেশির ভাগ সময়টা বন্ধুদের সঙ্গে কাঁটাতে পারেন। আপনার বন্ধু আপনাকে আজ ভালো পরামর্শ দেবেন। আপনি সেসব মেনে চলতে পারলে উন্নতির পথ দেখতে পাবেন। সন্ধ্যেটা আত্নীয়দের সঙ্গে কাটাতে পারেন। বাড়ির বাচ্চাদের নিয়ে পার্কে যেতে পারেন এতে আপনার মন ভালো হবে। আপনার স্ত্রী আজ আপনাকে দারুন ভাবে চমকে দেবে।

মকর রাশিঃ– সাস্থের দিকে মনোযোগ দিন। আজ পারিবারিক অনুষ্ঠানের জন্য ভালো দিন। আপনি এতোদিন যেরকম ভালোবাসা খুঁজেছেন আজ সেটা পেতে পারেন। এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন যারা আপনার সুনাম নষ্ট করবে।আজ আপনার বিবাহিত জীবন ভালো যাবে।

কুম্ভ রাশিঃ- আজ আপনি সমস্ত কিছু উপভোগ করতে চাইবেন। কিন্তু আপনার অর্থিক অবস্থার দিকেও মনোযোগ দিতে হবে। নইলে ভবিষ্যতে বিপদে পরবেন। আপনি যদি আজ এমন কোনো আমন্ত্রণ পান যেখানে আগে আপনি যাননি তবে সেখানে অবশ্যই যান। কাজের চাপ আজ একটু বেশি পরবে আপনার ওপর কিন্তু আপনার সঙ্গী হঠাৎ কিছু করে আপনার মন ভালো করে দেবে যার ফলে কোনো চাপই আর চাপ লাগবে না।

মীন রাশিঃ- সকালে কিংবা সন্ধ্যায় হাঁটতে বেরোন এটি আপনার মন ভালো করবে। যদি আপনি শেয়ার বাজারে টাকা লাগিয়ে থাকেন তবে আজ আপনি ক্ষতির মুখে পরতে পারেন। আজ আপনি বিয়ে করতে পারেন। আপনার কোনো কথা আপনার সঙ্গীর খারাপ লাগতে পারে তাই তার সাথে সেই বিষয় নিয়ে বসে আলোচনা করুন। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলার সময় ভেবে-চিন্তে কথা বলুন।

Related News

Back to top button