ইসলামপুর

ইসলামপুরে বাম, কংগ্রেস, তৃণমূল ছেড়ে প্রায় ৩০০ নেতা-কর্মী বিজেপিতে

Bengal Live ইসলামপুরঃ বাম, কংগ্রেস ও তৃণমূল ছেড়ে প্রায় ৩০০ নেতা-কর্মী যোগ দিলেন বিজেপিতে। পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন সদস্য মহম্মদ নাসিমও এদিন বিজেপির পতাকা হাতে তুলে নেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিজেপিকে প্রধান প্রতিপক্ষ মনে করেই এদিন অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে শতাধিক নেতা কর্মী যোগ দিয়েছেন বলে দাবী বিজেপি নেতৃত্বের।

পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্টের প্রাক্তন সদস্য মহম্মদ নাসিম জানিয়েছেন, ২০ বছর ধরে বামফ্রন্ট করে এসেছি। এলাকায় তৃণমূল কংগ্রেস আমাদের ঘরবাড়ি ভাঙচুর করছে। পঞ্চায়েতে একাধিক দুর্নীতির সাথে যুক্ত তৃণমূল। এইসব্র বিরুদ্ধে রুখে দাঁড়াতেই বিজেপিতে যোগ।

জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরজিৎ সেন বলেন, পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্টের প্রাক্তন সদস্য সহ বিভিন্ন দল থেকে প্রায় ৩০০ নেতা-কর্মী সমর্থকেরা বিজেপিতে যোগদান করেছে । বিগত কয়েকদিন আগে ইসলামপুরে তৃণমূলের শিক্ষল সংগঠন থেকে প্রায় ২২ জন শিক্ষক বিজেপিতে যোগদান করেছিলেন। পাগল মুখ্যমন্ত্রীকে ছেড়ে আগামীতে আরও মানুষ বিজেপিতে যোগদান করবেন বলে মন্তব্য করেন সুরজিৎবাবু।

Related News

Back to top button