ইসলামপুর

চোপড়া সংঘর্ষে গ্রেপ্তার ১৬, এলাকায় মোতায়েন পুলিশ

সোমবার বেলা ১০টা নাগাদ কিশোরীর মৃতদেহ ইসলামপুর হাসপাতাল মর্গ থেকে চোপড়ায় নিয়ে যাওয়া হবে। মৃতদেহের সঙ্গে যাবেন বিজেপির এক প্রতিনিধি দল। থাকছেন, রাজু ব্যানার্জী, সাংসদ সুকান্ত মজুমদার, নিশীথ প্রামানিক সহ অন্যান্য বিজেপি নেতারা।

Bengal Live রায়গঞ্জঃ রবিবার চোপড়ার সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ-জনতা খন্ডযুদ্ধে যুক্ত থাকার অভিযোগ সহ জাতীয় সড়ক অবরোধ, সরকারি বাসে আগুন, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে ১৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এদিন সকালে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে ১৬ জন বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে৷ যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ লকডাউনের মেয়াদ বাড়ল রায়গঞ্জে, জেলায় করোনা আক্রান্ত ৫৯৫

রবিবার এক মাধ্যমিক উত্তীর্ণা ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বসলামপুরে। ধর্ষণ করে হত্যা করা হয়েছে ওই কিশোরীকে এমন অভিযোগ তোলা হয় গ্রামবাসীদের পক্ষ থেকে। আন্দোলনে সামিল হন স্থানীয় বিজেপি নেতৃত্বও। এরপরেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পুলিশ পরিস্থিতি সামল দিতে ঘটনাস্থলে পৌঁছলে ক্রমশ পরিস্থিতি জটিল হয়৷ পুলিশের একাধিক গাড়ি ও একাধিক সরকারি বাস পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ।

আরও পড়ুনঃ আরও এক করোনা আক্রান্তের মৃত্যু রায়গঞ্জে

পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে৷ ভিডিওগ্রাফিও করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে বিষের প্রভাব উল্লেখ করা হলেও শরীরে কোনও ক্ষত অথবা যৌন বা শারীরিক নির্যাতনের কোনও চিহ্ন মেলেনি। কিশোরীর রহস্য মৃত্যুর পর সারাদিন পেরিয়ে গেলেও এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। এদিকে ইসলামপুর পুলিশ জেলার সুপার শচিন মক্কার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুনঃ কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ,উত্তাল চোপড়া, পুড়ল বাস ও পুলিশের গাড়ি

সোমবার বেলা ১০টা নাগাদ কিশোরীর মৃতদেহ ইসলামপুর হাসপাতাল মর্গ থেকে চোপড়ায় নিয়ে যাওয়া হবে। মৃতদেহের সঙ্গে যাবে বিজেপির একটি প্রতিনিধি দল। সেই দলে থাকছেন, বিজেপি নেতা রাজু ব্যানার্জী, সাংসদ সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক সহ বিজেপি নেতারা। পুলিশ সূত্রে জানা গেছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে।

Related News

Back to top button