ইসলামপুর

ট্রাক ও বাইকের সংঘর্ষ, মৃত ২

ফের পথ দুর্ঘটনা উত্তর দিনাজপুরে। ট্রাক ও বাইকের মধ্যে সংঘর্ষ৷ মৃত দুই। তদন্তে পুলিশ। 

 

Bengal Live চাকুলিয়াঃ ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত দুই। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সাহাসপুর ৩১ নম্বর জাতীয় সড়কে। মৃত দুজনের নাম কৌসর আলম, খালিক আলম। কৌসর আলমের বাড়ি চাকুলিয়া থানার কানকি নয়ানগর এলাকায়, খালিক আলমের বাড়ি বিহারের মহম্মদপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ সেরে বাড়ি ফেরার পথে সাহাসপুর ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে মোটর বাইকটি। স্থানীয় বাসিন্দারা আহত দুইজনকে উদ্ধার করে কানকি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে কানকি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসে মৃতদের পরিবার। সেখানেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয় স্বজনরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃত দেহগুলি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ ।

Related News

Back to top button