ইসলামপুর

৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত ১, আহত দুই

৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত ১, আহত দুই। ঘটনা উত্তর দিনাজপুর জেলার কানকিতে।

Bengal Live রায়গঞ্জঃ জাতীয় সড়কে অটো উলটে মৃত এক ব্যক্তি। দুর্ঘটনায় আহত আরও দুই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কানকির মজলিশপুর এলাকায়।

জানা গেছে, সূর্যাপুর থেকে কিশানগঞ্জের উদ্দেশ্যে অটোতে করে যাচ্ছিলেন তিনজন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর উলটে যায় অটোটি। ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে কানকি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁদের ইসলামপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ইসলামপুর হাসপাতালে পৌঁছলে চিকিৎসক নাজমুল হক (২০)-কে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনায় আহত আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন ইসলামপুর হাসপাতালে।

Related News

Back to top button