ইসলামপুর

টাকার বিনিময়ে আবাস যোজনার ঘর, অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির

টাকার বিনিময়ে নয়, প্রকৃত গরীব মানুষদের দিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর৷ দাবিতে সরব বিজেপি।

Bengal Live করণদিঘিঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার কথা গরীব মানুষদের। কিন্তু গরীবদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অন্যদের ঘর পাইয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলে করণদিঘি সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। করণদিঘি ব্লকের বিজেপির আহ্বায়ক সত্য নারায়ণ সিংহের নেতৃত্বে এদিন বিজেপি কর্মীরা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়৷ পাশাপাশি বিডিওকে এই বিষয়ে একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা।

ডিপ্রেশন থেকে মুক্তির পথ, জেনে নিন বিশেষজ্ঞর পরামর্শ

বিজেপির করণিদিঘি ব্লকের আহ্বায়ক সত্য নারায়ন সিংহ বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি করছেন করণদিঘি বিডিও অফিসের কর্মচারীরা। টাকার বিনিময়ে ঘর দেওয়া হচ্ছে। এটা বন্ধ করতে হবে। আমাদের দাবি জাতি, ধর্ম ও রাজনৈতিক দল ভেদাভেদ না করে প্রকৃত গরীব মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে হবে।

Related News

Back to top button