উত্তর দিনাজপুর জেলার তিন পুর এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে পরপর মিছিলের আয়োজন বিজেপির।
Bengal Live রায়গঞ্জঃ তিন পুরসভার ভোটকে মাথায় রেখে CAA ইস্যুতে উত্তর দিনাজপুরে জোড় প্রচারে নামছে বিজেপি। ডালখোলা, ইসলামপুর ও কালিয়াগঞ্জে সিএএ-এর সমর্থনে পদযাত্রার সিদ্ধান্ত উত্তর দিনাজপুর জেলা বিজেপির৷
বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানান, আগামী ২৫ জানুয়ারি ডালখোলায় CAA ইস্যুর সমর্থনে পদযাত্রার আয়োজন করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন ওই পদযাত্রায়৷
তিনি আরও বলেন, ডালখোলার পরেই ইসলামপুর ও কালিয়াগঞ্জে একই ইস্যুর সমর্থনে মিছিল করবে বিজেপি। তারিখ এখনও চূড়ান্ত না হলেও ইসলামপুরের পদযাত্রার নেতৃত্বে থাকবেন মুকুল রায়। কালিয়াগঞ্জেও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে মিছিল হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত পাঁচ জানুয়ারি উত্তর দিনাজপুর সচেতন নাগরিক মঞ্চের ব্যানারে নাগরিকত্ব সংশোধোনী আইনের সমর্থনে রায়গঞ্জে মহামিছিল করে বিজেপি। অরাজনৈতিক ব্যানারে মিছিলটি আয়োজিত হলেও জেলা বিজেপি সভাপতি সহ জেলার একাধিক নেতা-নেত্রীকে ওই মিছিলে হাঁটতে দেখা যায়।