ইসলামপুর

কংগ্রেসে ভাঙন অব্যাহত চোপড়ায়

চোপড়ায় ভাঙন অব্যাহত কংগ্রেসে৷ অশোক রায়ের দলবদলের পর থেকেই শুরু ভাঙন। বিধানসভা নির্বাচনের আগে দলে দলে কর্মীদের চলে যাওয়ার কারণে চিন্তার ভাজ দলীয় নেতৃত্বের।

দিনহাটায় ছয় তৃণমূল নেতাকে শোকজ

Bengal Live চোপড়াঃ চোপড়ার লক্ষ্মীপুরে কংগ্রেস ছেড়ে তৃণমুলে যোগদান অব্যাহত। বুধবার চোপড়া বিধানসভার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। এদিন কাঁঠালবাড়ি এলাকায় চোপড়ার বিদায়ী তৃণমুল বিধায়ক তথা একুশের বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী হামিদুল রহমানের বাসভবনে মহম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে দলীয় পতাকা হাতে তুলে নিল কংগ্রেস কর্মীরা।

সংযুক্ত মোর্চার ক্ষমতায় আসা নিয়ে কটাক্ষ শঙ্করের,পালটা অশোক

কংগ্রেস ব্লক সভাপতি অশোক রায় বিজেপিতে যোগদানের পর থেকেই চোপড়ার কংগ্রেসীরা দলে দলে তৃণমুলে যোগদান করছেন। যোগদান সভায় অশোক রায়কে আক্রমণ করে চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল রহমান বলেন, অশোক রায় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের এতদিন অন্ধকারে রেখে দিয়েছিল। দিদির যেসকল উন্নয়নমূলক পরিষেবা গুলো ছিল সেগুলোর কোনোটিই তাদের উপভোগ করতে দেয়নি। দিদির পরিষেবাগুলো থেকে তাঁদের বঞ্চিত রেখেছিল। পাশাপাশি সদ্য তৃণমূলে যোগদান করা পরিবারের প্রতি ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার বার্তা দেন হামিদুল রহমান।

রাম মন্দিরের নামে ভুঁয়ো রসিদ, রায়গঞ্জে ধৃত ৩

Related News

Back to top button