ইসলামপুর

দুবাই কিকবক্সিং প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবে উত্তর দিনাজপুরের কন্যা

দুবাই কিকবক্সিং প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবে উত্তর দিনাজপুরের কন্যা

Bengal Live ইসলামপুরঃ আন্তর্জাতিক কিক বক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে দুবাই যাচ্ছে উত্তর দিনাজপুরের কন্যা। গোয়ালপোখর ব্লকের সোলপাড়ার বাসিন্দা হেনা নীহার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে ওই প্রতিযোগিতায়। সপ্তম শ্রেণীর ছাত্রীর এই সাফল্যে গর্বিত উত্তর দিনাজপুর জেলাবাসী।

ছোট থেকেই কিক বক্সিং প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে সপ্তম শ্রেণীর ছাত্রী হেনা নীহার। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে বেশ কয়েকটি স্বর্ণপদক ইতিমধ্যেই ছোট্ট শিশুর ঝুলিতে। এবার দুবাইতে গিয়েও স্বর্ণপদক জয় করার স্বপ্ন দেখছে সে।

আরও পড়ুনঃ কর্ম জীবনের বিদায় বেলায় শিক্ষারত্ন সম্মানে ভূষিত হচ্ছেন প্রধানশিক্ষক

জানা গেছে, আগামী ৫ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সেখানে ভারত ছাড়াও আরও ২৮টি দেশের থেকে প্রতিযোগীরা আসবে। হেনার মা পারভিন বিবি বলেন, মেয়ের এই সাফল্যে গর্বিত তিনি। আশা প্রকাশ করে তিনি বলেন, বিদেশের মাটিতে উত্তর দিনাজপুর জেলার নাম স্বর্ণাক্ষরে লিখে আসবে তাঁর মেয়ে।

Related News

Back to top button