ইসলামপুর

তৃণমূল নেত্রীর স্বামী গুলিবিদ্ধ ইসলামপুরে, তদন্তে পুলিশ

তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্য ইসলামপুরে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Bengal Live ইসলামপুরঃ তৃণমূল কংগ্রেস পরিচালিত গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী গুলিবিদ্ধ।গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, অভিযুক্ত বেশ কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশী চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রুকিয়া বেগমের স্বামী ইফতেকার আহমেদ এদিন রাতে বাজার করে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ির খুব কাছেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। দুটি গুলি তাঁর শরীরে লাগে। রক্তাক্ত অবস্থায় ইফতেকার আহমেদকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কংগ্রেস সমর্থকরা হাসপাতালে পৌঁছান।

ইসলামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। অবস্থার অবনতি হওয়ায় আহত তৃণমূল নেতাকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তৃণমূল কংগ্রেস নেতা জাভেদ আখতার জানিয়েছেন, ইফতেকার আহমেদ একজন নিরীহ মানুষ। কারা তাঁকে কী কারনে গুলি করল কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করে দেখছে।

Related News

Back to top button