ইসলামপুর

আজব আবদার ! পরীক্ষায় পাশ করানোর দাবিতে ইসলামপুরে আমরণ অনশনে ছাত্রীরা

উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় অকৃতকার্যদের আমরণ অনশন আন্দোলন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। পাশ না করানো পর্যন্ত আন্দোলন চলবে বলে দাবি পড়ুয়াদের।

Bengal Live ইসলামপুরঃ উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় পাশ করানোর দাবিতে বিদ্যালয়ের সামনে আমরণ অনশন আন্দোলনে সামিল হল অকৃতকার্য পড়ুয়ারা। শুক্রবার সকাল থেকে আমরণ অনশনে সামিল হয়েছেন ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। পরীক্ষায় পাশ করানো না পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন ছাত্রীরা।

জানা গেছে, ২৪৬ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৩৬ জন ছাত্রী। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মোট পাঁচটি বিষয়ের মধ্যে ৩টি বিষয়ে যারা পাশ করতে পারেনি তাঁদের ছাড় দেওয়া হলেও চারটি অথবা সবকটি বিষয়েই যাঁরা অনুত্তীর্ণ তাঁদের টেস্ট পরীক্ষায় পাশ করানো হয়নি।

এই ঘটনার পরেই অবস্থান বিক্ষোভের পাশাপাশি এদিন থেকে পাশ করানোর দাবিতে আমরণ অনশনে সামিল হয়েছেন ছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জগদ্ধাত্রী সরকার বলেন, বারবার ছাত্রীদের সতর্ক করা সত্ত্বেও কেউ গুরুত্ব দেয়নি। পাঁচটি অথবা চারটি বিষয়ে যাঁরা অকৃতকার্য হয়েছে তাঁদেরকে টেস্টে পাশ করানো হয়নি। এই ভাবে অন্যায় আবদার করলেই তা মেনে নেওয়া যায় না।

প্রধান শিক্ষিকা এদিন আক্ষেপ প্রকাশ করে বলেন, স্কুলে স্মার্ট ফোন এনে ঘন্টার পর ঘন্টা পড়ুয়ারা কথা বলছে। ক্লাস বাদ দিয়ে মোবাইল ব্যবহার করছে। অভিভাবকদের ডাকা হলে তাঁরাও পড়ুয়াদের পক্ষ নিয়েই কথা বলেন। সন্তানদের ভবিষৎ নষ্ট হচ্ছে, অভিভাবকরা তা বুঝতে পারছেন না। স্কুলের অনুশাসন বজায় রাখতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

এদিকে আন্দোলনকারী ছাত্রীদের দাবি, অন্যান্য স্কুলে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হলেও এই স্কুলে তা করা হচ্ছে না। সরকারি নিয়ম কী শুধুবেই স্কুলের জন্যই? যতক্ষণ টেস্ট পরীক্ষায় পাশ করানো না হবে ততক্ষণ এই আন্দোলন চলবে। আমাদের মৃত্যু হলে স্কুল দায়ী থাকবে।

Related News

Back to top button