ইসলামপুরনজরে জেলা

চাকরির দাবিতে মন্ত্রীর বাড়িতে ধর্না, অনশনের হুঁশিয়ারি

চাকরি চাই। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির বাড়ির সামনে ধর্নায় বসে দাবি টেট উত্তীর্ণ উর্দু ভাষার শিক্ষক পদপ্রার্থীদের। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য অনশনে যাওয়ার হুমকি আন্দোলনকারীদের।

Bengal Live ইসলামপুরঃ চাকরির দাবিতে মন্ত্রীর বাড়ির উঠোনে ধর্নায় বসল একদল টেট উত্তীর্ণ উর্দু ভাষার শিক্ষক পদে চাকরিপ্রার্থী। রবিবার সকাল থেকে ইসলামপুরে রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানীর বাড়ির সামনে ধর্নায় বসেছে ৪০ জনের বেশি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

তাদের দাবি দীর্ঘদিন ধরে তাদের সমস্যা মেটানোর আশ্বাস দিলেও মন্ত্রী আদতে কোনো সাহায্য বা সহযোগিতা করছেন না। শুধুমাত্র আশ্বাস দিয়েই চলেছেন। কিন্তু এবারে আর নয় চাকরি না হওয়া পর্যন্ত আন্দোলনে চালিয়ে যাবেন তাঁরা বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। প্রয়োজনে অনশনে বসার হুমকিও দেন তাঁরা।

আন্দোলনকারীদের মধ্যে অন্যতম রিজওয়ান আলম রিয়াজ বলেন, টেট পাশ করার পরে তাঁদের ইন্টারভিউ হয়। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের নোটিফিকেশন জারি হয়নি। একাধিকবার মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। সেই কারণে যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশন জারি না হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা বলে জানিয়েছেন রিজওয়ান আলম রিয়াজ। অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Related News

Back to top button