ইসলামপুর

চলন্ত তেলের ট্যাংকারে আগুন ডালখোলায়

হঠাৎ অপরিশোধিত তেলের ট্যাঙ্কারটিতে আগুন লাগার ব্যাপারে শুরু হবে তদন্ত জানিয়েছেন ডালখোলা স্টেশনের স্টেশন ম্যানেজার আফরোজ আলম। ঘটনার রিপোর্ট করা হয়েছে কাটিহার ডিভিশনে।

Bengal Live ডালখোলাঃ চলন্ত ট্রেনের তেলের ট্যাঙ্কারে আচমকা আগুন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়। ঘটনার জেরে ঘন্টাখানেকের বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল ওই রুটে।

চলন্ত ট্রেনের তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি ডালখোলায়। এদিন দুপুরে একটি ট্রেন তেলের ট্যাংকার নিয়ে ডালখোলা স্টেশন থেকে যাচ্ছিলো নিউ জলপাইগুড়ির দিকে। ট্রেনটি সূর্যাপুর এলাকা দিয়ে যাওয়ার সময় একটি তেলের ট্যাংকারে আগুন লেগে যায়। এরপরই প্রচন্ড শব্দে ঘটে বিস্ফোরণ। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন চালক। রাতারাতি ঘটনাস্থলে ডালখোলা স্টেশন থেকে এসে পৌঁছয় কুইক রেসপন্স টিম। স্থানীয় মানুষ ও কুইক রেসপন্স টিম সহায়তায় আয়ত্তে আনা হয় আগুন। এরপর অগ্নিদগ্ধ ওই ট্যাংকারটিকে বিচ্ছিন্ন করে ট্রেনটিকে পাঠানো হয় নিউ জলপাইগুড়ির দিকে।

এদিকে ঘটনায় প্রায় ঘন্টাখানেকের বেশি সময় ধরে বন্ধ ছিলো ওই রুটের ট্রেন চলাচল। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ডালখোলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আফরোজ আলমসহ অন্যান্য রেল আধিকারিকরা। হঠাৎ অপরিশোধিত তেলের ট্যাঙ্কারটিতে আগুন লাগার ব্যাপারে শুরু হবে তদন্ত জানিয়েছেন ডালখোলা স্টেশনের স্টেশন ম্যানেজার আফরোজ আলম। ঘটনার রিপোর্ট করা হয়েছে কাটিহার ডিভিশনে।

Related News

Back to top button