তৃণমূল নেতাকে খুন করে ঝোলানোর অভিযোগ উত্তর দিনাজপুরে, তদন্তে পুলিশ
তৃণমূল নেতাকে খুন করে ঝোলানোর অভিযোগ উত্তর দিনাজপুরে, তদন্তে পুলিশ
Bengal Live রায়গঞ্জঃ তৃণমূল নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ইসলামপুরের মিলনপল্লী এলাকায়। মৃতের স্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদ সদস্যা মামনী পোদ্দারের অভিযোগ, তাঁর স্বামী কৃপাসিন্ধু পোদ্দারকে
পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী ও ইসলামপুর জেলা পুলিশ সুপার সচীন মক্কার। তৃণমূল নেতার মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, গোয়ালপোখরের নন্দঝাড় এলাকার বাসিন্দা কৃপাসিন্ধু বাবু ইসলামপুরের মিলনপল্লীতে নতুন বাড়ি নির্মাণ করছিলেন। বৃহস্পতিবার রাতে নন্দঝাড় থেকে ইসলামপুরের বাড়িতে এসে পৌঁছান তিনি। এরপর শুক্রবার সকালে নতুন বাড়ির সামনে থেকেই তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
কৃপাসিন্ধু বাবুর স্ত্রী মামনী পোদ্দারের অভিযোগ, তাঁর স্বামীর অনেক শত্রু ছিল। কেউ বা কারা পরিকল্পিত ভাবেই তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।
তৃণমূল নেতাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী গোলাম রব্বানীও। পুলিশকে এই ঘটনার সঠিক তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। ইসলামপুর জেলা পুলিশ সুপার সচীন মক্কার বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত বিষয়টি সম্পর্কে সঠিক কিছু বলা যাচ্ছে না।