কাগজের কাপে চা খাওয়া মারাত্মক ক্ষতি, বলছেন বিশেষজ্ঞরা
কাগজের কাপে চা খাচ্ছেন? মনে হচ্ছে আপনি নিরাপদ? না, একদমই না। খরগপুর IIT -র বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা।
Bengal Live ডেস্কঃ করোনা পরবর্তী সময়ে কাগজের কাপে চা খাওয়ার প্রবণতা বেড়েছে সকলের মধ্যে। প্লাস্টিকের কাপ ব্যবহার করা বর্জন করেছেন প্রায় সকল ব্যবসায়ী। আপাতদৃষ্টিতে কাগজের কাপ ব্যবহার সুরক্ষিত মনে হলেও, বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। কাগজের কাপে চা পান করলে মারাত্মক ক্ষতি সম্ভাবনার কথা জানিয়েছে খরগপুর IIT৷
গাড়ির ধাক্কায় চিতা বাঘের মৃত্যু, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
খরগপুর আইআইটির বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কাগজের কাপ তৈরিতে হাইড্রোফোবিক ফিল্ম ব্যবহার করা হয়। মূলত উষ্ণ চা যেন কাগজ ভিজিয়ে দিতে না পারে, তাই হাইড্রোফোবিক ফিল্মের প্রলেপ দেওয়া হয়। আর তা থেকেই তৈরি হচ্ছে মানব দেহে ক্ষতির সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে, এই হাইড্রোফোবিক ফিল্ম উপকরণটি তৈরি হয় মূলত প্লাস্টিক ও অন্য পলিমার মিশিয়ে।
গবেষণায় দেখা গিয়েছে, ১০০ মিলি গরম চা কাপে ঢালার কিছু সময়ের মধ্যেই ২৫ হাজার মাইক্রোপ্লাস্টিক সেখানে ভাসতে শুরু করে। ধীরেধীরে তা চায়ের সাথে মিশে যায়। খালি চোখে ধরা না পড়া এই মাইক্রোপ্লাস্টিকের মধ্যে থাকে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম জাতীয় বিষাক্ত উপাদান, যা নাকি মানব শরীরে ভয়ঙ্কর ক্ষতি সৃষ্টি করতে পারে।
ফলে দ্রুত এই কাপ ব্যবহার করা বর্জন করে পরিবেশ বান্ধব অন্য কোনও সামগ্রী ব্যবহার করার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷