লাইফ স্টাইল
এই গরমে বাড়ীতে বানান তরমুজের শরবত। জানুন পদ্ধতি।
Bengal Live লাইফস্টাইলঃ এই তপ্ত গরমে আমরা সবসময় একটি ঠান্ডা পানীয়র খোঁজ করি। আর ঠান্ডার নাম শুনতেই আমাদের মাথায় প্রথম যা আসে সেটা হলো শরবত। আজ আপনাদের সাথে শেয়ার করে নেবো তরমুজের শরবত এর রেসিপি। তরমুজের শরবত বানানো খুবই সহজ। চলুন তবে দেখে নেওয়া যাক এটি বানানোর পদ্ধতি!
উপকরণঃ
১। টুকরো করে রাখা তরমুজের – ৩ কাপ।
২। লেবু – ১ টা।
৩। বিটনুন – হাফ চা চামচ।
৪। গোলমরিচ গুড়ো – হাফ চা চামচ।
৫। চিনি – পরিমানমত।
প্রণালীঃ-
সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত।