জাতীয়

সোনার মেয়ে ধিং এক্সপ্রেস হিমা দাস এখন অসম পুলিশের ডিএসপি

দৌড়বিদ হিমা দাস এশিয়ান গেমসে সোনা জিতে সম্মান এনে দিয়েছিলেন দেশকে। এক আবেগে বাঁধা পড়ে গোটা দেশ কুর্নিশ জানিয়েছিল তাঁকে। এবার অসম সরকার পুলিশের ডিএসপি পদমর্যাদার চাকরি দিয়ে সম্মানিত করল হিমা দাসকে।

 

Bengal Live ডেস্কঃ ‘ধিং এক্সপ্রেস’ হিমা দাস অসম পুলিশের নয়া ডিএসপি। মন্ত্রীসভার সিদ্ধান্তের পর শুক্রবার অসম পুলিশের পক্ষ থেকে সোনার মেয়ে হিমা দাসকে চাকরি দিয়ে সম্মান জানালো অসম সরকার। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের উপস্থিতিতে হিমা দাসের খাকি পোশাকের কাঁধে ডিএসপি পদমর্যাদার ব্যাচ পড়ানো হয়। ছবি ট্যুইট করে এই খবর জানায় অসম পুলিশ।

এ যুগের ‘অগ্নিশ্বর’ ! বিনা পয়সার ডাক্তার পয়োধি ধর যেন গরিবের ভগবান

ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের চাকরি দিয়ে সম্মান জানাবে অসম সরকার। এই সিদ্ধান্ত বেশ কিছুদিন আগেই মন্ত্রীসভার বৈঠকে চূড়ান্ত করে সর্বানন্দ সোনওয়ালের সরকার। সিদ্ধান্ত হয় বিশ্ব চ্যাম্পিয়ানশিপে পদকজয়ীদের ক্লাস টু সিনিয়র অফিসার পদে নিয়োগ করবে সরকার। অলিম্পিক্স, কমনওয়েলথ, এশিয়ান গেমসে পদক জিতলে ক্লাস ওয়ান অফিসার হিসেবে পুলিশ, এক্সাইজ, পরিবহন সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ করার সিদ্ধান্ত নেয় অসম সরকার। সেই সিদ্ধান্ত মেনেই শুক্রবার গুয়াহাটির এক অনুষ্ঠানে সোনার মেয়ে হিমা দাসকে পুলিশে উচ্চপদস্থ অফিসারের চাকরি দিয়েছে সরকার।

প্রসঙ্গত, অসমের এই স্প্রিন্টার তরুণী হিমা ২০১৮ সালে অনূর্ধ ২০ বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন। জাকার্তা এশিয়ান গেমসেও হিমার পারফরমেন্স চমকে দিয়েছিল সকলকে। ২০১৯ সালে মাত্র ১৯ দিনের ব্যবধানে ৫ টি ইভেন্টে সোনা জিতেছিলেন হিমা। রাজীব খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন হিমা দাস। ইতিমধ্যেই বিশ্ববিখ্যাত স্পোর্টস হাইড্রেশন ড্রিঙ্ক সংস্থা গ্যাটোরেড ইন্ডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে হিমাকে বেছে নিয়েছে।

 

Related News

Back to top button