জাতীয়
প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা
বিশ্ব ফুটবলে শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি ফুটবলার মারাদোনা।
Bengal Live ডেস্কঃ শোকের ছায়া বিশ্বের ক্রীড়া মহলে। প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার মৃত্যু হল আর্জেন্টিনার এই কিংবদন্তির৷ মৃত্যু কালে বয়স হয়েছিল ৬০।
১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর ব্রেন সার্জারি হয়। গত ১১ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল।