শিশুদের জন্য বাড়তি সুরক্ষা, মোটর সাইকেলে যাতায়াতে নতুন নিয়ম কেন্দ্রের

৯ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের মোটর সাইকেলে বসানোর ক্ষেত্রে কিছু নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্র সরকার।

Bengal Live ডেস্কঃ শিশুদের নিয়ে প্রতিনিয়তই মোটর সাইকেলে যাতায়াত করে থাকেন অভিভাবকেরা। আর বাড়ির ক্ষুদে সদস্যটির অধিকাংশ সময়েই জায়গা হয় বাইকের ট্যাঙ্ক বা পিলিয়নে। নয়তো বাইকের পিলিয়ন সিটে শিশুটিকে কোলে নিয়ে বসে পরেন বড় কেউ একজন। কিন্তু এবার থেকে শিশুদের নিয়ে যাতায়াতে বাইক আরোহীকে নিতে হবে বাড়তি কিছু সতর্কতা, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

৯ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের মোটর সাইকেলে বসানোর ক্ষেত্রে কিছু নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্র সরকার। তার জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক সংশোধন করতে চলেছে ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভিহেকলস আইন। সূত্রের খবর, ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে সংশোধনের জন্য প্রয়োজনীয় আইনের খসড়া। এটি আইনে পরিনত হওয়ার পরই ২০২২ সাল থেকেই দেশের প্রতিটি রাজ্যেই কার্যকর হবে এই আইন।

এই খসড়ায় যেসব বিষয়ের উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলি হল –

উপরোক্ত নিয়মগুলির অন্যথা হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে এই আইনে। নিয়ম ভাঙলে তৎক্ষণাৎ ১ হাজার টাকার জরিমানা করা হবে এবং ৩ মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে বাইক আরোহীর।

Exit mobile version