নজরে জেলা

রায়গঞ্জে বিজেপির দাতব্য চিকিৎসালয়, শিল্পীদের সাহায্য গণনাট্যের, চটজলদি আরও খবর

ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক নাবালকের। শিল্পীদের সাহায্যের হাত বাড়িয়ে দিল বাম গণনাট্য সংগঠন। দাতব্য চিকিৎসালয় শুরু বিজেপির। তৃণমূল শিক্ষক সংগঠনের পাঠদান সহ একগুচ্ছ খবর নিয়ে নজরে জেলা।

Bengal Live কোচবিহারঃ ১৩ জন নতুন করে করোনা আক্রান্ত কোচবিহারে। আক্রান্তদের মধ্যে কোচবিহার সদরে ৫ জন, তুফানগঞ্জে ৪ জন, মাথাভাঙ্গায় ৩ জন ও দিনহাটায় ১ জন বাসিন্দা রয়েছেন। প্রত্যেকেই ভিনরাজ্য থেকে ফিরেছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আক্রান্তদের মধ্যে ৩ জন কোয়ারান্টিনে ছিলেন বাকি ১০ জন ছিলেন হোম কোয়ারান্টিনে। এখনও পর্যন্ত কোচবিহারে ২৫২ জন করোনা পজিটিভের খোঁজ মিলেছে। ১৭৮ জন সুস্থ হয়েছেন।

Bengal Live শিলিগুড়িঃ বন্ধুদের সাথে মার্কেট কমপ্লেক্সের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে দুর্ঘটনা। টিন ভেঙে পড়ে মৃত্যু হলো এক নাবালকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শিলিগুড়ির হায়দারপাড়ায়। মৃত ওই নাবালকের নাম সানি ভুজেল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ৷ পুরো ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ৷ নাবালক শিশুর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

আরও পড়ুনঃ বর্ষার শুরুতেই পাহাড়ে তিন জায়গায় ধস

Bengal Live রায়গঞ্জঃ বিনামূল্যে দাতব্য চিকিৎসালয় খুলল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। শনিবার রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে হোমিওপ্যাথি ও এলোপ্যাথি দাতব্য চিকিৎসালয় চালু করা হয়৷ বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, সরকারি চিকিৎসা ব্যবস্থায় আস্থা হাড়াচ্ছে সাধারণ মানুষ। তাই নাগরিকদের পাশে দাঁড়াতে বিজেপি এই উদ্যোগ।

Bengal Live রায়গঞ্জঃ গ্রামে গ্রামে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পাঠদান, শিক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি। সোমবার জেলার রায়গঞ্জ পূর্ব সার্কেলের মহেশপুর আদিবাসী গ্রামে পাঠদান ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।

আরও পড়ুনঃ ব্রাউন সুগার সহ ধৃত তিন পাচারকারী ইটাহারে

Bengal Live রায়গঞ্জঃ হরিয়ানা থেকে আগত পুকুর পারে আশ্রয় নেওয়া পরিযায়ী শ্রমিক অজিত মন্ডলের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ। শনিবার বরুয়া গ্রাম পঞ্চায়েতের রাড়িয়া গ্রামে পৌঁছে অজিত মন্ডলের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। মানস ঘোষ বলেন, ভিন রাজ্য থেকে এসে পুকুর পাড়ে মাচা বেধে নিজেকে কোয়ারান্টাইন করেছেন অজিত বাবু। তাঁর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।

Bengal Live রায়গঞ্জঃ লকডাউন পরিস্থিতে দুস্থ শিল্পীদের পাশে দাঁড়িয়ে মানবতার বার্তা দিল ভারতীয় গণনাট্য ও লেখক শিল্পী সংঘ। শনিবার রায়গঞ্জে এবিটিএ (ABTA)-এর জেলা কার্যালয়ে শতাধিক শিল্পীর হাতে কিছু সামগ্রী তুলে দেওয়া হয়। এরা কেউ ঢাক বাজিয়ে সংসার চালান, কেউ বাঁশি বাজান। কেউ আবার খন গান বা তবলা শিখিয়ে সংসার চালান। উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্ট নেতা অপূর্ব পাল, ভারতীয় গণনাট্য সংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক বিশ্বনাথ সিংহ, লেখক শিল্পী সংঘের যুগ্ম আহ্বায়ক সুজিত গোস্মামী, অরুপ ধর প্রমুখ।

আরও পড়ুনঃ বেহাল রাস্তা, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ রায়গঞ্জে

Related News

Back to top button