নজরে জেলা

চোপড়ায় উদ্ধার মৃতদেহ, শিলিগুড়িতে দোকানে আগুন, এক নজরে আরও খবর

চোপড়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ইটাহারে রক্তদান শিবিরের সূচনায় বিধায়ক। শিলিগুড়িতে দোকানে আগুন। রেশনের চাল পাচারের অভিযোগ।

Bengal Live চোপড়াঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার রামগঞ্জের মানিকপুর এলাকায়। ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে জলাশয়ের মধ্যে স্থানীয় বাসিন্দারা এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এদিন । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা দাবি, ওই ব্যক্তিকে আগে কখনও ওই এলাকায় দেখা যায় নি। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।

Bengal Live ইটাহারঃ মঙ্গলবার সুরুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোটবাড়ি গ্রামে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। গোটবাড়ি সহ এই অঞ্চলের বহু মানুষ এদিন য্বেচ্ছায় রক্ত দান করেন। শিবিরের মূল উদ্যোক্তা ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদ সদস্যা বিউটি বেগম ও সুরুন-২ অঞ্চল তৃণমূল সভাপতি আসলাম আলি। এদিন শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। রক্তদাতাদের উৎসাহ জোগাতে বক্তব্য রাখেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূল জেলা কমিটির কো-অর্ডিনেটর মোশারফ হোসেন, স্থানীয় পঞ্চায়েতের প্রধান সুফিয়া বেগম।

Bengal Live শিলিগুড়িঃ অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শিলিগুড়ির হাকিমপাড়ার সৈয়দ মুস্তাফা আলি রোডের এক দোকানে। দমকল আসার আগেই নিয়ন্ত্রণে চলে আসে আগুন। ঘটনাস্থলে পৌঁছায় পানীট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ৷ রেফ্রিজারেটর থেকে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে বলে প্রাথমিক অনুমান দমকলের।

Bengal Live শিলিগুড়িঃ গাড়ি করে রেশনের চাল পাচারের অভিযোগ উঠল শিলিগুড়ির প্রধাননগর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধাননগর এলাকায় পৌঁছতেই গাড়িটি খারাপ হয়ে যায়। এরপরেই ১৫ বস্তা রেশনের চাল নজরে আসে৷ চাল উদ্ধার করে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷

Related News

Back to top button