পোর্টজিন
সমর আচার্য্য-এর লেখা ২৫ শে বৈশাখের শ্রদ্ধার্ঘ

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
২৫ শে বৈশাখ, ১৪২৮
১৬১তম জন্মদিনে রবির চরণে
জানাই মোদের প্রণাম
২৫ শে বৈশাখের. শুভ জন্ম ক্ষণে
যে রবি উঠেছিল গগনে
আজও তা বিতরিছে আলো
সমগ্র বিশ্ব ভুবনে l
তোমার কবিতা তোমার গানে
ঘুম ভাঙ্গে আমাদের
তোমার কবিতা তোমার গানেই
নিদ্রা আসে চোখে সবার l
তোমার কীর্তির. নাই গো তুলনা
তুমিই যে গো তোমার উপমা
অমর হয়ে রয়েছো তুমি ভোলেনি তোমায় বিশ্ব মা l
গঙ্গা জলে করে গঙ্গা পূজা
বলি ওগো কবি শোন
“তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ “
তাই তো তোমায় ভোলেনি এ জগৎ l
চির কাল তুমি থাকবে স্মরণে
বাঙালির হৃদয়ে শয়নে জাগরণে
কাব্যের আকাশে উড়বে পতাকা
চির ভাস্বর হয়ে l
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।