পোর্টজিন
তবু স্বপ্ন দেখে তারা – অজয় বর্মন
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
ক্ষুধার রাজ্যে সারাদিন ইঁদুরের কাটাকুটি খেলা,
অন্ধ পেঁচার মতো রাত্রির অপেক্ষায় তারা ;
থাকে পূর্ণিমার তারাদের প্রতি চেয়ে,
শৌখিন মানবের মতো ; আত্মা তৃপ্ত নয় তাদের,
উদরে আগুন জ্বলে ; অনিচ্ছাকৃত বিস্মৃত স্বপ্ন সাধের।
উপনিবেশ সেথায় হিংস্র অদৃশ্য দানবের ।
দুফোঁটা অশ্রুও আজ বিশ্বাসঘাতক ;
মরুভূমির বৃষ্টির মতো চিরপলাতক।
তবু,
শ্মশানকালো অন্ধকারে চোখে স্বপ্ন আসে,
এক অদৃশ্য মায়ার মতো ;
সে চোখ মেঘলা ভাঙা রোদের মতো আলোচ্ছায়ায় ভরা ;
তবু স্বপ্ন দেখে তারা,
এক নামহীন বিচিত্র স্বপ্ন !
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।