পোর্টজিন
অমিত পাল-এর লেখা “জীবনসুধারস”
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
যেমন করে রাতের শেষে আবার আসে ভোর
এমন দিনও থাকবে না ঠিক মনে রেখো জোর।
চলবে আবার নতুন করে সবই আগের মত
সময় ঠিকই মুছিয়ে দেবে মহামারীর ক্ষত।
এই পৃথিবীর আকাশ বাতাস দিগন্তের ওই রেখা
বেঁচে থাকার মন্ত্রটুকু সেখান থেকেই শেখা।
মানুষই পারে অসাধ্যকে হাতের মুঠোয় পুরে
ভরিয়ে দিতে মুক্ত আকাশ রোদ্দুরে রোদ্দুরে।
সেই আলোতে দূর হবে এই ব্যধি এবং জ্বরা
দেখবে জীবন কানায় কানায় আবার হবে ভরা।
খুব দূরে নেই সেই দিনও আর বিজয়রেখার কাছে
এগিয়ে চলার পৃথিবীতে সে সব ধরা আছে।
তার আগে ভাই সামলে রেখো জীবনসুধারস
মহামারী মানবে ঠিকই মানব জাতির বশ।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।