পোর্টজিন
তবু গান গাই – অজয় বর্মন
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
অমাবস্যা রাত্রির নির্জন অন্ধকারে,
বাংলার এই ধূ ধূ প্রান্তরে;
কঠিন বাস্তবতায়,
আবছা চোখে অতীত দেখি আকাশের তারায়।
তখন জীর্ণ ভাঙা বাঁশিতে সুর তুলি,
অন্নহীন, আশ্রয়হীন মানুষের দুঃখ ভুলি।
বাঁশির সেই সুর ছন্দহীন পেঁচার ডাকের মতো শোনায়,
অন্ধকারে কালো বিড়ালের তীক্ষ্ণ চক্ষু ডাকে আয়, আয়!
সেই কবেকার কোন এক মানবীর নৃত্যে,
বিদ্রোহের শিহরণ জেগেছিল সকলের চিত্তে।
সেইসব স্মৃতির চিত্রপট সবই আজ বৃথা,
শ্মশানে শ্মশানে জ্বলছে দারিদ্র্যের চিতা!
আজও স্বপ্নে সেই মানবীর চিৎকার শুনি,
যেন শয়তানের বুকে দেবে সে কুঠারের আঘাত হানি!
গভীর রাতে হঠাৎ স্বপ্ন ভেঙে যায়,
অজানা অচেনা এক হিংস্র নৃশংসতায় !
মানুষের ভবিষ্যৎ এক অদৃশ্য চোরাবালির মায়ায়,
আজও চাপা পড়ে হিংসা আর ক্রুরতায়।
তবে কি বৃথা গেছে বিপ্লবীদের সেই বলিদান?
যাদের রক্তের বিনিময়ে বেঁচেছিল মানুষের প্রাণ!
কবে থেকে অন্ধকারে খুঁজে চলেছি এক চিমটে আলো,
কপট ছলনায় কারা যেন নেভালো!
প্রতিরাতে কান্নাধ্বনিতে কর্ণপটহ ফেটে যায় রোজ,
কোটি কোটি চাবুকের দাগ এ শরীরে, দেখো পাবে খোঁজ।
হ্যামলিনের বাঁশি এ নয় শুকনো বাঁশের বাঁশি,
এত শক্তি কোথায় যে শয়তানেরে নাশি?
তবু গান গাই,
গান গাইতে যে ভালোবাসি।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।