পোর্টজিন
পঁচিশে বৈশাখ – অমিতা মোড়ল সরকার

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ
বিশ্ববাসীর মুখের হাসি…
জীবন নদী পাড়ি দিতে
তাঁর সুরেতেই সবাই ভাসি…!
তাঁর ভাবের ঐ রস-ধারা
যায় ছড়িয়ে সবার মনে…
তাইতো তিনি বিরাজ করেন
সবার হৃদয় সিংহাসনে…!
বৈশাখের আজ পঁচিশ তারিখ
কবিগুরুর জন্মতিথি…
আকাশ-বাতাস তাঁরই ছন্দে
দেয় রাঙিয়ে বন-বীথি…!
তাঁর বাণীতেই আঁধার কাটে
হৃদয়-বীণায় বাজে সানাই…
জন্মদিনে আজকে তাঁকে
শতকোটি প্রণাম জানাই…!!
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।