পোর্টজিন
বর্ষ-বরণ – আভা সরকার মন্ডল
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
১)
নতুন আসে
আভা সরকার মন্ডল
নিভৃত যাপন, কখনো অতীত খোঁজে ,কখনো বর্তমান
অন্তরে হাত বুলিয়ে দ্যাখে কতটা ভেঙেছে —
কতটাই বা বুমেরাং হয়ে ফিরেছে বুকে?
বর্ষ শেষের ক্লান্ত রাত্রি
সে সব হিসেবের ধারে কাছেও ঘেঁষে না।
সংক্রান্তির দিনেই চুকেবুকে যায় স্নানপর্ব
শুদ্ধ হয়ে, ভরসা মাখা দু’হাতে আশার প্রদীপ জ্বালিয়ে
নতুন আসে —বছর বছর ।
২)
বর্ষ-বরণ উৎসব
আভা সরকার মন্ডল
পৃথিবীর অসুখ সারলো না আজও
মাটি ভিজে গেল মুছে যাওয়া আনন্দের শোকে।
বিচারাধীন যারা, তারা আদৌ অপরাধী কিনা —
জানার আগেই বর্ষ-বরণ উৎসব এলো
বেহায়া বুভুক্ষের মতো
সাথে মাতলো নির্লজ্জ অবকাশ ।।।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।