পোর্টজিন
বেকার ছেলে – মহ:মোতাহারুল হক

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
বড্ড খারাপ লাগছে আমার
বসে বসে খেতে,
অন্যলোকে বলছে যেটা
শুনছি মাথা পেতে।
কর্মের মধ্যে থাকলে বোধ হয়
খেতাম নাকো ঠোকা,
বড়ো মানুষ ধিক্কার দিচ্ছে
দিচ্ছে দুধের খোকা।
বেকার বলে শুনতে শুনতে
কানের পর্দা ফাটে,
বাধ্য হয়ে বিক্রি করি
সব্জি বাজার হাটে।
লকডাউনের সময় হচ্ছে
অল্প বেচা-কেনা,
দামি সব্জি কিনতে সবার
ছুটছে মুখের ফেনা।
এই ব্যবসা করার ফলে
সুদিন আসে যদি,
বেকার জীবন ঘুচবে তবে
বইবে সুখের নদী।
আমি হলাম বেকার ছেলে
আসছে মাথায় এটা,
মন লাগিয়ে করছি বিজনেস
টাকা আসুক যটা।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।