পোর্টজিন

ভেবেছো কি? রাজকমল রায়

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

bengali poem portzine

 

ভেবেছো কি?
বিজ্ঞানীরা বোম বানিয়ে করছে দারুন চমৎকার!
যুদ্ধবিমান সাজিয়ে রেখে দেশ বাঁচানোর অঙ্গিকার!
একদম-ই না।
দিন প্রতিদিন করছে তারা ধরিত্রী মা-র সৎকার।

যুদ্ধে দাগে কামানগোলা পড়ছে কোথায়,
ভেবেছ কি?
শরীরজুড়ে কত ক্ষত হয়েছে সেই খবরটা
রেখেছ কি?

মানুষকে আর বলব কি, দেয় পরিচয় সন্তান
তারাই করে জগৎমাঝে আপন মায়ের অপমান।
দিনেরাতে মাটির তলে খুড়ছে তারা ইদুরবাড়ি,
সবসময় ব্যাস্ত কাজে কাকে মারি কাকে ছাড়ি।
ভাইয়ে ভাইয়ে করছে লড়াই, করছে নিত্য রক্তস্নান,
তারাই নাকি শ্রেষ্ঠ জীব, তাদেরই কত অভিমান।

মানুষের এই অহংকারে স্বর্গীয়রা করছে হায়–
মনের কষ্ট আড়াল করে ধরিত্রী মা অশ্রু লুকায়।

বলবে কাকে?
যে তাদের জন্ম দিল তাকেই মানুষ চিনল না–
যে তাদের আশ্রয় দিল তাকেই মানুষ চিনল না,
দাতে দাঁত কাপটি মেরে
পাথর করে হৃদয়টাকে।

শুনবে না-
যতই বলো মানুষ কিছুই শুনবে না।
মানুষ হল সর্বশ্রেষ্ঠ স্বার্থপর।
নিজের স্বার্থ সিদ্ধি করতে সদাই তারা তৎতর।
কার যে কত ক্ষতি হল
কোন হিসাব করবে না।

মায়ের বুকটা শূন্য যে আজ
শরীর জুড়ে শুধুই ফুটো,
অপদার্থ সন্তানদের
মাথাভরা খড়কুটো।
নিজের গায়ের সুখের জন্যে
পৃথিবীতে বাড়ায় দূষণ,
নির্বিচারে বৃক্ষ কেটে
নষ্ট করে মায়ের ভূষণ।
একটুও নেই লজ্জা তাদের
লজ্জাই বা হবে কিসে–
আছে তো সবাই একই দলে
কাজ যে করে মিলেমিশে।
যুগের তালে মাতাল সবাই
পেটপুজাতে কাটছে দিন,
মা যে ভুগে কঠিন রোগে
বাঁচবে না আর বেশিদিন।

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button