পোর্টজিন
মায়া – মৌপ্রিয়া নৌরিন
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
কখনও কারোর মায়ায় পড়েছ?
আমি পড়েছি, বহুবার তার মায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছি।
অসুস্থ প্রেমিকের উজ্জ্বল নিষ্পলক দৃষ্টি
বাধ্য করেছে তার মায়ায় জড়াতে।
এই মায়া কোনো অসহায়ত্বের মায়া নয়, সহানুভূতির মায়া নয় –
এক অদ্ভুত অনুভূতি সঞ্জাত মায়া,
যা নতুন করে প্রেমে পড়তে বাধ্য করে।
জীবনের সমস্ত অতীতের মায়া কাটিয়ে
যখন তুমি বর্তমানে পরিণত,
কথা দিলাম সেই গভীর মায়ায় জড়ানো নিষ্পলক দৃষ্টি
তোমায় বাধ্য করবে প্রাক্তনের প্রেমে পড়তে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।