পোর্টজিন
তুমি বিপরীতে আমি – জিসানুল হক
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আমার বিষণ্ণতার সুর,
তোমার চিলেকোঠার রোদ্দুর
ফুটপাত জুড়ে চা হাতে হেঁটে
সন্ধ্যা নামার গান,
আরেক রাত্রি ডেকে আনবে
ভেঙ্গে যাওয়ার নতুন কোন গান।
তোমার শহর জুড়ে গোলাপের তোড়া
আমার একলা ভীষণ
নীলাভ ঠোঁট বিষমাখা,
বিলাসিতার খোরাক।
আমার কাঠগোলাপের হাহাকার
তোমার টেবিলে কাগজের ফুল
আমার দুমুঠো ভাতের কান্না
তোমার ভাল্লাগেনা বলে আর খাবনা,
আমার ঘুমানোর ফুটপাত
তোমার কাচে ঘেরা গাড়ি
ছুটে চলে চসে মরতে নিশাচর রাত।
আমার শহর জোড়া না পাওয়ার ভিড়
তোমার দামী কোন ,
আমার চা আর সিঙ্গাড়া
তোমার দামী রেস্তোরাঁ,
আমি কষ্টে খুঁজি একচিলতে হাসি
তোমার অল্পতেই হয় মুখ ভার।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।