পোর্টজিন
মাটির পুতুল – নিরঞ্জন পাল
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
মাটির পুতুল দেখতে বেশ
গড়ি আমি নিজের হাতে,
শক্ত চাপায় জল ছিটিয়ে
নরম করি নিজ. হস্তে|
আলতো করে সাজে চেপে
তৈরি করি মাটির পুতুল,
রোদে জলে মানুষ করে
ঘরে তুলি ক্ষুদ্র ফসল|
যত্ন করে রেখে তাকে
রং যে করি,নিজের মতন
সুন্দর করে চোখটা আঁকি
যেন দেখে আমার মতোন|
শাড়ি গয়না দিয়ে তাকে
যখন বানায় মানুষ তাকে
নিঃস্ব হয়ে থাকে শুধু
চাই না যে সে কিছু খেতে|
মানুষ রূপে গড়ে তাকে
দিতে চাই প্রাণটাকেও
সেই শক্তিটা নেই যে আমার
খেলার বস্তু বানাই তাকে|
সবার শেষে মেলা এলে
নিয়ে যায় মেলায় তাকে
দুটি পয়সার বিনিময়ে
ছাড়ি আমি অন্যের হাতে|
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।