পোর্টজিন

আমি আকাশের তলে – রাজকমল রায়

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

bangla kobita rajkamal roy

 

আকাশ, অনাথের ছাদ তুমি।
তুমি অসীম, তুমি অনন্ত, তুমি মায়াময়।
কে বলে‌ তুমি নির্জীব, তুমি প্রাণহীন?
আমি মানি না, আমি মানি না।
আমি জানি,
ওই নিষ্ঠুর সূর্য যখন তার প্রচন্ড উত্তাপে
ধরিত্রীকে করে তোলে অতিষ্ঠ,
সমস্ত প্রাণীকূল করে ছটফট,
তখন তুমিই তোমার সুমিষ্ট শীতল বারিধারায়
সবার যন্ত্রনা লাঘব করো।
জাতির হলধারি সুচিন্তক যেদিন বিদায়
নেয় জগৎ থেকে,
সেদিন তুমিও দুঃখ পাও।
তোমারও আঁখিতে ছলকে ওঠে অশ্রুবারি।
তোমারও গলা হয়ে ওঠে ভার।
আবার, জগতের আনন্দে তুমিও আনন্দ পাও,
মনের সমস্ত ঘন কালো মেঘ,
যারা তোমাকে করতে আসে বিষাদময় কখনো বা কলঙ্কিত,
তাদের সবাইকে ঝেরে ফেলে
তোমারও মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি।
আমি জানি, আমি বুঝি।
দিনের সমস্ত ক্লান্তি আর মানুষের কোলাহল পেরিয়ে
রাতের আঁধারে যখন একটু শান্তি খুঁজি,
তোমার দিকে চেয়ে নিদ্রা আসে।
তোমার বুকে ফুটে ওঠা উজ্জ্বল ঝিকিমিকি নক্ষত্রেরা
আমাকে দেয় শীতের উত্তাপ।
যেখানেই যাই, তোমাকেই দেখি
বাহু পায় বল, মন পায় জোর।
আর সবাই দুরে যাক
আমি আকাশের তলে।

 

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Related News

Back to top button