পোর্টজিন
বাক্-স্বাধীনতা – শর্মিষ্ঠা কুন্ডু

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
মেঘটা যেন সরতেই চাইছে না,
মনে হচ্ছে কালবৈশাখীর আগাম অনুপ্রবেশ -!
শহরটাও নিস্তব্ধ যেন ঝড়ের পূর্বমূহুর্তের বহিঃপ্রকাশ।
চার পা বিশিষ্ট প্রানীগুলি আপন মনে ব্যস্ত,
খসখসে পায়ের শব্দ নিস্তব্ধতার অনুভতিতে ত্রস্ত।
দৈনন্দিন সান্ধ্যকালীন ধারাবাহিকের একঘেয়েমি ফ্যাঁচফ্যাঁচানি,-
যেন সাদা-কালো জীবনে রঙিন বোকা বাক্সের চরম উস্কানি!
সময়ের বেগ থমকে গেছে,
হারিয়ে গেছে মনুষ্যত্বের সীমাহীন আবেগ।
চিরাচরিত উদাসীনতা ভুলিয়ে দিয়েছে নতুনের আস্বাদন!
ভুলিয়ে দিয়েছে জীবনে চলার পথের মন্ত্র,ক্রমে ক্রমে মানুষ হয়ে গেছে যন্ত্র।
স্যাঁতসেঁতে পরিবেশ…
ঘর ভর্তি নিকোটিনের উগ্র মাদকতা!
ঝুপঝাপ বৃষ্টি, বজ্রের ঝলকানি, উথাল-পাতাল
স্বেচ্ছাচার,
যেন অনাকাঙ্ক্ষিত ভ্রষ্টাচার!
প্রলুব্ধ সীমাবদ্ধতা…..
হারিয়ে দিয়েছে বাক্-স্বাধীনতা।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।