পোর্টজিন
২১শে ফেব্রুয়ারি – গৌতমী ব্যানার্জী
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
রাঙা পলাশের আহ্বানে,
বসন্তের ফাগুন যখন আকাশের গন্ধে,
তখন মায়ের জোয়ান ছেলের দল –
রক্তের অক্ষরে লিখেছিল তাদের মাতৃপরিচয়।
গুলির শব্দ যখন বুকের ঘনিষ্ট মুহূর্তে,
তাদের হৃদয়ের সর্বত্র ডাক হয়ে উঠেছিল সুস্পষ্ট।
তারা কথা বলেছিল বাংলায়!
তারা ফুটে উঠেছে আজকে রক্তপলাশ হয়ে,
তাতে মিশে আছে প্রেমিকার ভালোবাসা, মায়ের স্নেহ।
মিশে আছে অজস্র বাঙালির ডাকা ‘মা’।
তাদের স্মরণে জীবনে আসে লয়
তাল হয়ে যায় ছন্দ
২১ আমার ভাষা
২১শেই ভালোবাসা।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।