পোর্টজিন
গ্রাম্য বধূ – নিরঞ্জন পাল
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
চকচকে চাঁদের আলোয় তারার ঝিকমিক
কত প্রাণী স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ায় এদিক-ওদিক|
সীমাহীন উঠোনের মাঝে বহু প্রাণের বাস,
ক্লান্তি বেশে দিনের শেষে একটু শান্তি চায়|
বধূ আসে প্রভাত কালে কাঁখে কলসি নিয়ে,
মাথার ঘোমটা চোখের নীচে, মুচকি হেসে|
পায়ের নুপুর ঝমঝমিয়ে হাঁটে পথের বাঁকে,
গ্রাম্য পরিবেশ উল্লসিত, এই বধূদের পেয়ে|
চারিদিকে সবুজে সবুজ, সবুজের প্রান্তর,
সময়ের শেষে সোনা ঝরিয়ে, চলে যায় নিজ ঘর|
দিগন্তহীন মাঠ আজ শূন্য পরে রয়,
বধূদের আনাগোনায় শূন্য মাঠ নিমেষেই ভরে যায়|
সূর্য যখন অস্ত যায়,বধূ তখন পথে,
শূন্য প্রান্তর ভরাট করে সাজিয়ে যায় ঘরে|
ঘরে গিয়ে সন্ধ্যা দিয়ে করে নিজ কাজ
এইভাবে গ্রাম্য বধূর দিন কেটে যায়|
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।