পোর্টজিন

চোর – সমর আচার্য্য

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

Bengal Live portzine short story

সালটা ১৯৬৫/৬৬হবে l গভীর রাত l হঠাৎ খুট করে একটা আওয়াজ হলো l বলাইবাবু বুঝতে পারলেন ঘরে চোর ঢুকেছে l পশ্চিমবঙ্গ সরকারি দপ্তরের বড়বাবু স্বভাবে বেশ সাহসী এবং রসিকও বটে l
  
চোর ঘরে ঢুকে এপাশ ওপাশ এ কোণ ওকোণ তন্নতন্ন করে খুঁজেও কিছু পেল না l কতকগুলো মাটির হাঁড়ি কলসী ছিল, সেগুলির মধ্যে হাত ঢুকিয়েও কিছু পেল না l দেওয়ালে পেরেকে একটা তেল চিটচিটে পাঞ্জাবী দেখে তার পকেট ভালো করে খুঁজলো l কিচ্ছু না পেয়ে হতাশ হয়ে নিজেই একটু অস্ফুট স্বরে বলে উঠলো, নাহ্ কোথাও কিছু নেই l ফালতু খাটুনি আর রিস্ক নেওয়াই সার হলো l
বিছানায় শুয়ে শুয়েই এবার বলাইবাবু বলে উঠলেন, আক্ষেপ করে লাভ নেই ভাই l আজ তিন দিন ধরে অনেক খুঁজেও নিজে বিড়ি কেনার একটা পয়সা পাচ্ছি না, আর তুমি তো বাইরের লোক l
আজ যে মাসের ৩০তারিখ l
এরপর থেকে পারলে মাসের প্রথম সপ্তাহে সরকারি কর্মচারীর বাড়িতে চুরি করতে এসো l এখন যাও, আমাকে ঘুমাতে দাও l
চোর বেচারা হতভম্ব হয়ে ঘর থেকে বেরিয়ে গেল l

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Related News

Back to top button