পোর্টজিন

বোবা –  মহ: মোতাহারুল হক

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

bengal liive portzine bangla kobitaওদের মুখে ভাষা নেই।
পশুর মত শব্দ ফোটে কেবল মাত্র;

যা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন।
তারা যে বোবা তবুও মানুষ নয় বলে কে অস্বীকার করতে পারে?
সব কিছু করতে পারে তারা।
পাঁচজন সাধারণ মানুষের মত মুখ ফুটে ভাব প্রকাশ করতে ব্যর্থ বলে একেবারে মূল্যহীন তা নয়।
ওরা সংসার করে, সংসারের যাবতীয় সামলায় দেখছি।
বোবা বলে হৃদয়টা ফাটেনা তা নয়।
মুখ ফুটে কথা বলতে না পারার বেদনা কতটা তারাই জানে।
অন্য কারো উপলব্ধির বাইরে সেটা।
সেই বোবা মুখ গুলি চোখের সামনে ভেসে আসলে আমি যেন বোবা হয়ে যায়।
তবে মনে হয় আয়নার সম্মুখে দন্ডায়মান আছি।
বোধ হয় মানুষ রূপে তারা কোন রূপের ছটা।
যা অতি কোমল এবং কমলের মত সৌন্দর্যে পরিপূর্ণ, যেন তারা ধরার মাঝে পবিত্র আত্মার নিদর্শন।
বোবাদের অনেক কিছু চাওয়ার থাকলে ও চায়তে পারে না।
কখনো আবার কারো খারাপ ভাবতে পারে না।
কিন্তু সমাজ ঘরে দেখা যায় কিছু কিছু সুস্থ্য সবল মানুষ একে অপরের ক্ষতি করে দিচ্ছে।
কত রকম জঘন্য কজের সাথে লিপ্ত, মানবতা হারিয়ে ফেলছে। মানুষ হয়ে যেনো অমানুষের মত আচরণ করছে। বোবা মানুষ গুলো ওখানে জিতে যায় সেই সুস্থ্য সবল মানুষ গুলকে হারিয়ে।
বোবারা কথা বলতে না পারুক অন্তত পক্ষে নিখুঁত চরিত্র নিয়ে পরকালে বুদ্ধিমানের মত পাড়ি দেয়। এটাই হলো তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়তো।

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Related News

Back to top button