পোর্টজিন
“বোঝেনা” লিখেছেন সুমনা পাল মুখার্জী

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
জমি দখল করে দশখানা বাড়ি বানানো যায়
দশ বছর আয়ু বাড়াতে পারবে না।
ভয় দেখিয়ে টাকা উপার্জন করা যায়
পেট ভরে গেলে আর খেতে পারবে না।
যারা পৃথিবী থেকে আকালে ফুল ঝড়িয়ে দেয় প্রকৃতির নিয়মে তারা অমর হতে পারবে না।
যতই করুক আস্ফালন কালের চক্রে
পৃথিবীতে চিরকাল থাকতে পারবে না।
জমা জলে টাকার কাগজের নৌকো ভাসিয়ে কোন কিছু নিয়ে নিয়ে যেতে পারবে না।
শূন্যহাতে মহাশূন্য পথে একা যেতে হবে
এটা তারা কোনদিন বুঝতে পারবে না।
চিরবিদায় হলে সবকিছু থাকবে পড়ে
কোনদিন আর ভোগ করতে পারবে না।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।